রোয়াংছড়িতে রথযাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে বৌদ্ধদের প্রবারণা উৎসব

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 8, 2025 - 18:04
 0  3
রোয়াংছড়িতে রথযাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে বৌদ্ধদের প্রবারণা উৎসব

বান্দরবানের রোয়াংছড়িতে বর্ণাঢ্য রথযাত্রার (রথটানা) মধ্য দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শেষ হতে যাচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে গত কয়েক দিন ধরে পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে ঘিরে রোয়াংছড়ির বিভিন্ন বিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিনে ঐতিহ্যবাহী পিঠা তৈরি, বুদ্ধমূর্তিকে স্নান করানো এবং সন্ধ্যায় আকাশকে রঙিন করে ফানুস উড়ানো হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ভিক্ষুসংঘের পিণ্ডচরণ।

উৎসবের তৃতীয় দিন, বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা থেকে উপজেলার বিভিন্ন বিহারে পিণ্ডদান করা হয়। এতে কিশোর-কিশোরী, যুব-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করেন।

প্রবারণা উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, উপজেলার অধিকাংশ বিহারে উৎসবের আনুষ্ঠানিকতা প্রায় শেষ হলেও, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অনুষ্ঠেয় রথযাত্রার মাধ্যমেই মূল উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্ত ও পূণ্যার্থী এই রথযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যকেও বহন করে।

প্রবারণা পূর্ণিমাকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে আরও ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের শান্তিপূর্ণ উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow