ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ অভিযান শুরু

ফরিদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবেলায় পৌরসভা কর্তৃপক্ষ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে শহরের গোয়ালচামট এলাকার হোটেল রেফেলস ইনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মোঃ সোহরাব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসক মোঃ সোহরাব হোসেন বলেন, "ফরিদপুর পৌরসভার এই অঞ্চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেশি হওয়ায় আমরা এখান থেকেই আমাদের প্রতিরোধ কার্যক্রম শুরু করেছি।" তিনি আরও জানান যে, পৌরসভার মোট ২৭টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচির উদ্বোধনের পর ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী (পানি) সৈয়দ আশরাফ, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এস এম রফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মামুন হোসেন, লাইসেন্স ইন্সপেক্টর রাশেদ বিন আহমেদ এবং বাজার পরিদর্শক কাউসার হোসেনসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে ফরিদপুর পৌরসভার এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ এবং জনসচেতনতা অত্যন্ত জরুরি।
What's Your Reaction?






