নগরকান্দায় বিধবা ভাবিকে ধর্ষণ, দেবরের বিরুদ্ধে মামলা

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Sep 18, 2025 - 19:27
 0  129
নগরকান্দায় বিধবা ভাবিকে ধর্ষণ, দেবরের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী স্থানীয় একটি জুট মিলের কর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শংকরপাশা গ্রামের হুমায়ুন শিকদার দীর্ঘদিন ধরে তার বিধবা ভাবিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ৮ সেপ্টেম্বর, সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে জুট মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দেবর হুমায়ুন শিকদার পেছন থেকে এসে মুখ চেপে ধরে তাকে পাশের একটি ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হুমায়ুন পালিয়ে যায়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ না করার বিষয়ে ভুক্তভোগী নারী জানান, তিনি স্থানীয় মাতব্বরদের কাছে বিচারের আশায় ছিলেন। কিন্তু গ্রাম্য সালিশে উপযুক্ত বিচার না পাওয়ায় ঘটনার নয় দিন পর বুধবার রাতে তিনি নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow