সদরপুরে তালিকাভুক্ত দুস্থ মানুষের মাঝে প্রানীর খাদ্য বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Oct 23, 2025 - 14:22
Oct 23, 2025 - 14:37
 0  5
সদরপুরে তালিকাভুক্ত দুস্থ মানুষের মাঝে প্রানীর খাদ্য বিতরণ

ফরিদপুরের সদরপুরে চরাঞ্চলে বসবাসরত তালিকাভুক্ত সুফলভোগী দুঃস্থ মানুষের মাঝে প্রাণির খাদ্য বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। 

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রমে ভেড়া ২৫ কেজি, ছাগল ২৫ কেজি, হাঁস ৭৬.৮ কেজি ও মুরগী পালনকারীকে ৭৫ কেজি করে ফিড সরবরাহ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। 

এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার  জানান, আমরা নদী ভাঙন কবলিত তালিকাভুক্ত সুবিধাভোগী চরাঞ্চলের মানুষের মাঝে তাদের গৃহপালিত হাঁস মুরগী ছাগল ভেড়ার জন্য চাহিদা মোতাবেক খাদ্য বিতরণ করা হয়।

প্রাণির খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শতাধিক সুফলভোগী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow