আলফাডাঙ্গায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ডেসওয়া ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 21, 2025 - 13:10
 0  11
আলফাডাঙ্গায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ডেসওয়া ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

২১ নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উদ্যোগে একতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ডেসওয়া ট্রাস্ট উপজেলা কমিটির আয়োজনে আলফাডাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান।বিশেষ অতিথি ছিলেন মোঃ ওয়াকিল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা।

সভাটি সভাপতিত্ব করেন মোঃ বাবুল ভূঁইয়া, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাহেব মোল্লা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা সদস্য শাহারিয়ার হোসেন।
পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মোঃ মানোয়ার মিয়া ও কাজী মোশাররফ হোসেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশের প্রতিরক্ষায় নয়, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় উন্নয়ন—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উজ্জীবিত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভাপতি মোঃ বাবুল ভূঁইয়া বলেন,ডেসওয়া ট্রাস্টের লক্ষ্যই হলো সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা তরুণ সমাজের কাছে তুলে ধরা। সশস্ত্র বাহিনী দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি দেশকে ভালোবাসার, দেশকে রক্ষার শপথ মনে করিয়ে দেওয়ার দিন।

বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের ত্যাগ ও অবদান এবং তরুণদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow