দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে নিহত ৪
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এখন পর্যন্ত ভূমিকম্প–সংশ্লিষ্ট ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল রাজধানী থেকে খুব কাছেই হওয়ায় ঢাকায় তীব্র কম্পন হয়। বিভিন্ন এলাকায় বেশ কিছু ভবন হেলে পড়ার ঘটনাও জানা গেছে। কম্পন শুরু হতেই ঘরবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে দেশে এটিই অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
বংশাল থানার ডিউটি অফিসার জানান, পুরান ঢাকার কসাইতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি দেয়াল ধসে পড়ে ফাতেমা নামের এক নবজাতক মারা যায়। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ঘটনাটি তদন্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ