কৃষকদলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Oct 8, 2025 - 11:08
 0  3
কৃষকদলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে, যেখানে অর্থ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৮ সেপ্টেম্বর, যখন নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক এবং শিক্ষক নুর আলম বেপারীকে সদস্য সচিব করে ৭২ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বরিশাল জেলা উত্তর কৃষকদল। কমিটি ঘোষণার পরপরই এর বিরুদ্ধে মুখ খোলেন ঘোষিত কমিটির ৪নং যুগ্ম আহ্বায়ক হাসান কাজী।

৩রা অক্টোবর রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসান কাজী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, "বন্ধ কক্ষে অর্থ বাণিজ্যের মাধ্যমে" এই কমিটি গঠন করা হয়েছে। তিনি কমিটির সদস্য সচিব নুর আলম বেপারীর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তিনি উজিরপুর উপজেলার বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং বিগত দিনে দলের কোনো আন্দোলন-সংগ্রামে তার উপস্থিতি ছিল না।

হাসান কাজী আরও অভিযোগ করেন, কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান মোল্লাও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন এবং ২৭নং যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হাসান আকাশ গত ১৫ বছর ধরে প্রবাসী। তার মতে, অর্থের বিনিময়ে এ ধরনের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

হাসান কাজীর এই অভিযোগের জবাবে ৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় নবগঠিত কমিটির আহ্বায়ক নিজামুল ইসলাম ও সদস্য সচিব নুর আলম বেপারী শতাধিক নেতাকর্মী নিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব নুর আলম বেপারী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৩ সালের ২৫শে মার্চ বরিশাল টাউন হলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং ১৭ দিন কারাভোগ করেছেন, যা তার রাজনৈতিক সক্রিয়তার প্রমাণ।

তিনি উল্টো অভিযোগকারী হাসান কাজীর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। বেপারী দাবি করেন, হাসান কাজী আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং "বিশিষ্ট সন্ত্রাসী ও চাঁদাবাজ" হিসেবে পরিচিত রেমন ভূঁইয়ার সহযোগী। তিনি আরও বলেন, হাসান কাজীর শ্বশুর সোহরাব ভূঁইয়া রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি এবং তার শ্যালক সোহাগ ভূঁইয়া উপজেলা যুবলীগের নেতা। এমনকি তার ছেলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে তিনি দাবি করেন।

নুর আলম বেপারী বলেন, "এলাকার সবাই হাসান কাজীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে চেনে।" তার মতে, হাসান কাজী ও তার সহযোগীরা ষড়যন্ত্র করে কুৎসা রটাচ্ছেন এবং তাদের সংবাদ সম্মেলনের বক্তব্য "সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন"।

এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসান মোল্লা, যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেন নান্নুসহ আরও অনেকে।

আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের এই অভ্যন্তরীণ কোন্দল এবং পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে, যা দলটির সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow