ফরিদপুরে সাহসী সাংবাদিক পদক প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি। তবুও তাকে “সাহসী সাংবাদিকতা” পুরস্কার দেওয়া হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, সাংবাদিক হাসানুজ্জামান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, সোহেল রানা, আরিফ শেখ, জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে শেখ ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান।
বক্তারা প্রশ্ন তোলেন— “যে ব্যক্তি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন, তাকে কীভাবে সাহসী সাংবাদিক পদক প্রদান করা হলো?” তারা অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম আসামি হয়েও তিনি বারবার আওয়ামী লীগের আশ্রয়ে অপকর্ম করেছেন।
বক্তারা বলেন, জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে বহু সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, অথচ তাদের বাদ দিয়ে বিতর্কিত একজনকে পুরস্কৃত করা হয়েছে। অবিলম্বে তার পদক প্রত্যাহার এবং গ্রেপ্তার করার দাবি জানান তারা।
এছাড়া, মানববন্ধন থেকে জানানো হয় আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?






