সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Aug 6, 2025 - 12:56
 0  6
সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

"স্বৈরাচারের পতন" দিবসের এক বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বিশাল বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। খোকসা-কুমারখালীর গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) খোকসা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা স্বৈরাচারবিরোধী স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলার মাটিতে স্বৈরাচারীদের আর কোনো ঠাঁই নেই। জনগণের শক্তি দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, সেই শক্তিকে আবারও জাগ্রত রাখতে হবে। বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারীদের ফিরে আসতে দেওয়া হবে না।" তাঁর বলিষ্ঠ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব অধ্যক্ষ আনিস-উজ-জামান এবং কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই বিজয় মিছিলটি ছিল খোকসায় সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক শোডাউন, যা জনগণের মধ্যে নতুন করে আশা ও উদ্দীপনার সঞ্চার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow