ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 15, 2025 - 21:10
 0  1
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে এ কর্মসূচি পালন করা হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রঞ্জু।

বক্তারা বলেন, "বিগত কয়েকদিন যাবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে— আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপি একটি গণমানুষের দল, অথচ কিছু রাজনৈতিক সংগঠন এ দলটির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।"

বক্তারা আরও বলেন, "বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। এ কারণেই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলিপুর মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow