ফরিদপুর-কুমিল্লা ম্যাচ গোলশূন্য ড্র, ভাগ্য নির্ধারণী ম্যাচ ১২ অক্টোবর

ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডি এফ এ) উদ্যোগে আয়োজিত 'তারুণ্যের উৎসব' জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক কুমিল্লার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরিদপুর জেলা দল।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফরিদপুর ও কুমিল্লা জেলা দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ের ফলে উভয় দল একটি করে মূল্যবান পয়েন্ট অর্জন করেছে।
আগামী ১২ অক্টোবর ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হোম পর্বের খেলা। সেই ম্যাচে ফরিদপুর জেলা দল ও কুমিল্লা জেলা দল আবারও মুখোমুখি হবে এবং বিজয়ী দল চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
What's Your Reaction?






