বিজয়নগরে পুলিশের অভিযানে ১৪৫ বোতল স্কপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান চালায় বিজয়নগর থানার এসআই মশিউর রহমান খান, এসআই মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে কাঞ্চনপুর গ্রামের একটি মাটির ঘরের শয়নকক্ষ থেকে স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ওই গ্রামের মোঃ রকিব ওরফে রাকিব মিয়া (৩৭), পিতা—মোঃ জনাব আলীকে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






