আত্রাইয়ে কুরআন-সালাত প্রতিযোগিতায় তিনজন পেলেন ওমরা হজ্বের সুযোগ

নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আয়োজিত কুরআন শিক্ষা, সালাত প্রশিক্ষণ ও সিরাত পাঠ প্রতিযোগিতায় তিন বিজয়ী পেয়েছেন পবিত্র ওমরা হজ্ব পালনের সুযোগ।
গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া এ তিন মাসব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেন। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় (এমসিকিউ) ভিত্তিক চূড়ান্ত পরীক্ষা, যার ফলাফল প্রকাশ হয় ২৫ ডিসেম্বর ২০২৪।
প্রতিযোগিতায় প্রথম হন বিশা ইউনিয়নের মো. গোলাম মোর্শেদ, দ্বিতীয় মনিয়ারী ইউনিয়নের মো. মাহাফুজুর রহমান এবং তৃতীয় হন বিশা ইউনিয়নের মো. আরিফুল ইসলাম। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয়ী তিনজনের ওমরা হজ্বের যাবতীয় খরচ বহন করা হয়।
খবিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষায় আলোকিত হোক। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে পেরেছি, যা সমাজের জন্য বড় অর্জন।”
গতকাল (১৪ জুলাই) বিজয়ী তিন শিক্ষার্থী ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ফাউন্ডেশন সূত্র জানায়, তাঁরা আগামী ২৪ জুলাই সৌদি আরব থেকে দেশে ফিরবেন। এ কার্যক্রমের সমন্বয়ক ছিলেন মো. আরিফুল ইসলাম।
উল্লেখ্য, আলহাজ্ব মো. খবিরুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠিত খবিরুল ইসলাম ফাউন্ডেশন আত্রাইয়ে ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করছে।
What's Your Reaction?






