তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আলফাডাঙ্গায় ঝুনু গ্রুপের বিক্ষোভ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jul 15, 2025 - 21:32
 0  11
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আলফাডাঙ্গায় ঝুনু গ্রুপের বিক্ষোভ

বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝুনু গ্রুপের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজার চৌরাস্তায় এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “দেশবিরোধী দৃশ্যমান ও অদৃশ্য শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। গণতন্ত্রপ্রত্যাশী জনগণ অচিরেই এর জবাব দেবে রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তাঁকে নিয়ে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই কর্মসূচি। পাশাপাশি একটি গোপন তৎপরতায় অভ্যস্ত চক্রের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow