ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (১৫ জুলাই)। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—ওসি মোঃ মামুন রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব বড়ুয়া এবং কনস্টেবল মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্তু, সাকিবুল ও মোঃ জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান (এস,এ পরিবহন) আটক করে খাঁটিহাতা হাইওয়ে থানার একটি টহল দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে গাড়ির চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেয় তারা। এ ঘটনায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পরই তাদের প্রত্যাহার করা হয় এবং হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






