ফরিদপুরে বাস কাউন্টার জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে এক ব্যক্তির বাস কাউন্টার জোরপূর্বক দখলের প্রতিবাদে এবং প্রশাসনিকভাবে ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী ননী গোপাল বিশ্বাসের অভিযোগ, ফরিদপুর বড় বাস মালিক গ্রুপের অধীনে ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত তার কাউন্টারটি ইয়াসিন বাহিনী নামে একটি গোষ্ঠী বেআইনিভাবে জবরদখল করে তাকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে তারা নিজেদের লোক দিয়ে কাউন্টারটি পরিচালনা করছে বলে তিনি জানান।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ননী গোপাল বিশ্বাস বলেন, "ইয়াসিন বাহিনী জোরপূর্বক আমার কাউন্টারটি দখল করে নেওয়ায় আমি কর্মহীন হয়ে পড়েছি। এতে আমার জীবনধারণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।" আসন্ন দুর্গাপূজার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে আর্থিক সংকটের কারণে তিনি মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সময়ে ইয়াসিন বাহিনীর লোকজন তাদের ওপর মানসিক অত্যাচার করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়। তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে হবে।"
এদিকে, মানববন্ধন চলাকালে ফরিদপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির এলাকার শত শত স্থায়ী বাসিন্দা কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ভুক্তভোগী ননী গোপাল বিশ্বাসের প্রতি সমর্থন জানান।
What's Your Reaction?






