আলীকদম হরি মন্দির পরিদর্শনে বিএনপি নেতা সাচিং প্রু জেরী

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বান্দরবান জেলা শাখার আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বাবু সাচিং প্রু জেরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মন্দিরে পৌঁছালে মন্দির কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের সময় তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবু সাচিং প্রু জেরী। তিনি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের জাতীয় উৎসবের অংশ। আমরা আশা করি, এই উৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে।”
তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কান্তি দাশ (মেম্বার) সহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া বান্দরবান জেলা বিএনপি ও স্থানীয় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?






