এতিম ও দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 3, 2025 - 21:31
 0  12
এতিম ও দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ থেকে রোববার রাতে এতিম ও দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে। সৌদি সরকারের অনুদানে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১টি মাদ্রাসা এতিমখানায় মোট ১১ কার্টুন দুম্বার গোস্ত বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ সময় উপস্থিত থেকে এতিমখানার প্রতিনিধিদের হাতে গোস্তের কার্টুনগুলো তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিতরণপ্রাপ্ত মাদ্রাসা ও এতিমখানাগুলো হলো- আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের মারকাযুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা, হাজীডাঙ্গী গ্রামের খাদেমুল ইসলাম মাদ্রাসা, এম.কে ডাঙ্গী গ্রামের ইসলামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও মদিনাতুল উলুম পুরুষ মাদ্রাসা, দবিরদ্দিন প্রামানিকের ডাঙ্গী গ্রামের দারুল উলুম আল-আরাবিয়া মাদ্রাসা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসা এতিমখানা, বাবলাতলা দারুল উলুম মাদ্রাসা, রিফাত কওমী মাদ্রাসা, চরহাজীগঞ্জের এরশাদিয়া রাব্বি মাদ্রাসা এবং ছমিরিয়া দারুল উলুম মাদ্রাসা।

এতিমখানার প্রতিনিধিরা ইউএনও’র কাছ থেকে অনুদানের গোস্ত গ্রহণ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow