পিরোজপুর-০২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আহমেদ সোহেল মনজুর সুমন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 3, 2025 - 22:08
 0  4
পিরোজপুর-০২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আহমেদ সোহেল মনজুর সুমন

পিরোজপুর-০২ (ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনে বাংলাদেশ জাতীয়তা বাদী দল-বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন দলের ত্যাগী নেতা ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুরের সুযোগ্য পুত্র।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সোহেল মনজুর শুধু ভাণ্ডারিয়া নয়, পুরো পিরোজপুর জেলায় দলের সাংগঠনিক কার্যক্রমে একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলে তাঁর গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির কারণে তিনি সব স্তরের নেতাকর্মীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে বলিষ্ঠভাবে ছিলেন। জেল-জুলুম ও হয়রানি উপেক্ষা করে তিনি ভাণ্ডারিয়ায় বিএনপিকে সংগঠিত রাখার জন্য নিরলসভাবে কাজ করেছেন। সেই ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাঁকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদ সোহেল মনজুর সুমন বলেন,"এই মনোনয়ন শুধু আমার একার নয়; এটি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের ফসল। আমি পিরোজপুর-০২ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

তিনি আরও বলেন,"আমার বাবা নুরুল ইসলাম মনজু যেমন এ এলাকায় উন্নয়ন ও সততার রাজনীতির দৃষ্টান্ত রেখে গেছেন, আমিও সেই ধারা বজায় রাখতে চাই। জনগণ পরিবর্তন চায়, নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তা প্রমাণ করবে।"

এদিকে, সোহেল মনজুর সুমনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাঁদের মতে, সঠিক সময়ে দলের সঠিক সিদ্ধান্ত বিজয়কে একধাপ এগিয়ে নেবে। স্থানীয় নেতারা জানান, তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী, যিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় চমক দেখাতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow