থানচিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নতুন করে পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে অভিযানে গতি এনেছে থানচি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় নারী ও শিশু নির্যাতনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বান্দরবানের থানচি উপজেলার ফজল কারবারী পাড়া এলাকা থেকে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আলমগীর হোসেন (৩৫), ওই এলাকার মো. ফজল্যা কারবারীর ছেলে।
তার স্ত্রী নারগিস বেগম ২০২৩ সালে পারিবারিক কলহের জেরে থানচি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সিআর মামলা (নং-০৬/২৩) দায়ের করেন। মামলাটি বর্তমানে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
আসামির বড় ভাই মো. হসিম উদ্দিন জানান, গত ২৪ মে নারগিস বেগম তার ভাইয়ের কাছে একটি ডিভোর্স পেপার পাঠান, যা তিনি স্বাক্ষর করে ফেরত পাঠান।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিকেলে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি নাছির উদ্দিন বলেন, “আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
প্রসঙ্গত, চলতি মে মাসে থানচি থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?






