পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পিরোজপুরেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এবং সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রনু আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সাইদুল হক মামুন, সদর উপজেলা শাখার সভাপতি শেখ আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক কাজী এনামুল হকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও স্থানীয় সমাজপতিদের সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সচেতন ও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?






