বৌদ্ধপূর্ণিমায় রাঙ্গামাটি কাপ্তাইয়ের চিৎমরম ও সাপছড়ি বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
May 12, 2025 - 12:08
 0  6
বৌদ্ধপূর্ণিমায় রাঙ্গামাটি কাপ্তাইয়ের চিৎমরম ও সাপছড়ি বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

নানা আয়োজনে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার ও সাপছড়ি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ স্মরণে পালিত এই ত্রি-স্মৃতি বিজরিত দিনটি উদযাপনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা।

রবিবার (১১ মে) সকালে চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চিৎমরম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু মহাচিৎমরম বৌদ্ধবিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বোধিবৃক্ষতলে পূজারীরা সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণের পাশাপাশি চন্দনের জল ও ফুল দিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। পরে বিহারে হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্বের মহামারি ও যুদ্ধ থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মদেশনা দান করেন নাইদৌ ভাসা ভান্তে।

অন্যদিকে, সাপছড়ি বৌদ্ধ বিহারেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করেন। এ উপলক্ষে সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা বলেন, “গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যময়।”

চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের পক্ষ থেকে তিন পার্বত্য জেলার হাজারো পূণ্যার্থীকে বিনামূল্যে শরবত পান করানো হয়। এসময় বিহার প্রাঙ্গণে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ও দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কাপ্তাইয়ের চিৎমরম ও সাপছড়ি বৌদ্ধ বিহারে দিনভর ছিল ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন ও পুণ্যার্থীদের ভক্তি নিবেদন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow