রুমায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফাউন্ডেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য— এমন বক্তব্যের মধ্য দিয়ে বান্দরবানের রুমা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সংগঠনের কর্মী সম্মেলন।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বান্দরবান জেলা আহ্বায়ক জগদীশ বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব মিথুন কান্তি দাস এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিথুন আচার্য।
বক্তারা বলেন, পাহাড়ি ও সমতলের হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান জনগোষ্ঠীর শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সংগঠনের অগ্রগতির প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেন তারা।
আরও বক্তব্য দেন— বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা এবং রুমা উপজেলা বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী।
এর আগে সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে একটি র্যালি বের করা হয়, যা রুমা বাজার প্রদক্ষিণ করে পাইলটপাড়ার বম কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা শেষে সংগঠনের পরবর্তী পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়। এসময় বিভিন্ন বয়সের নারী–পুরুষ কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?
শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি