রোয়াংছড়িতে প্রবারণা উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 7, 2025 - 19:44
 0  3
রোয়াংছড়িতে প্রবারণা উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে প্রবারণা উৎসবকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাছালং হেডম্যান পাড়া সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জমকালো উদ্বোধনী দিনের প্রথম খেলায় বেতছরা বাজার একাদশকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শুভসূচনা করেছে হেডম্যান পাড়া একাদশ ফুটবল দল।

ফুটবল অ্যাসোসিয়েশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, "তারুণ্যের শক্তিতেই সমাজ এগিয়ে যায়, আর এর জন্য প্রয়োজন ঐক্য। তরুণ সমাজ যখন তাদের কাজের প্রতিফলন দেখতে পায়, তখন সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে, তা খেলাধুলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই প্রযোজ্য।" তিনি আরও বলেন, "আমাদের ইউনিয়নে একটি নির্দিষ্ট ফুটবল মাঠ না থাকায় তরুণদের ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত খেলার সুযোগ হয় না। তাই জরুরি ভিত্তিতে একটি ফুটবল মাঠ নির্মাণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তাঁর মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের মধ্যে ঐক্য বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও কারবারি আঞোমং মারমা। তিনি বলেন, "আজকাল আমাদের গ্রাম ও এলাকা থেকে জনপ্রিয় ফুটবল খেলার ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইলের জগতে ব্যস্ত সময় পার করছে। এই প্রেক্ষাপটটি মাথায় রেখেই আমরা প্রবারণা উৎসবকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করেছি, যাতে যুবকরা অন্তত কিছু সময়ের জন্য হলেও খেলার মাঠের দিকে মনোযোগী হয়।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাােয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, উপজেলা জাসাস সভাপতি চিংনুমং মারমা, ইউপি সদস্য মাশৈনু মারমা, মংহ্লাগ্য মারমা, উমংসিং মারমা, অংক্যথোয়াই মারমা এবং মংসিংউ মারমা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow