ঝুঁকিপূর্ণ গ্যাস বিক্রির দায়ে তোফাজদ্দীন ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

রাতের আঁধারে চলত বিপজ্জনক কারবার। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরে চলত রমরমা ব্যবসা। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো এই ঝুঁকিপূর্ণ কার্যক্রম। ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীনভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির দায়ে তোফাজদ্দীন ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার, ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোড এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায় এক ভয়ঙ্কর চিত্র। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাস রিফিলিংয়ের কাজ চলছিল, যা যেকোনো মুহূর্তে একটি ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারত।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এ ধরনের অবৈধ ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরকান্দার বিভিন্ন স্থানে অনুমোদনহীন গ্যাস ব্যবসা ও অবৈধ রিফিলিংয়ের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এভাবে অবৈধ উপায়ে গ্যাস রিফিলিং অত্যন্ত বিপজ্জনক। এতে গ্যাস লিকেজ, সিলিন্ডার বিস্ফোরণসহ প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল অনুমোদিত ও প্রত্যয়িত ডিলারদের কাছ থেকেই গ্যাস সিলিন্ডার কেনা উচিত এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা জরুরি।
What's Your Reaction?






