থানচির দুর্গম নাইক্ষ্যংপাড়ায় বিজিবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 3, 2025 - 19:43
 0  4
থানচির দুর্গম নাইক্ষ্যংপাড়ায় বিজিবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা

বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম নাইক্ষ্যংপাড়া এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। রবিবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় গরিব ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-র নেতৃত্বে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে মোট ১২০ জন রোগী (পুরুষ ৪০, নারী ৫৫ ও শিশু ২৫) চিকিৎসা সেবা নেন।

থানচি ও আশপাশের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এখনও উন্নত চিকিৎসা সেবা পৌঁছেনি। ফলে এসব এলাকার অসহায় মানুষজন প্রায়ই চিকিৎসা সেবার জন্য ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে বিজিবি নিয়মিতভাবেই সীমান্তবর্তী এলাকার জনসাধারণের পাশে দাঁড়াচ্ছে।

বিজিবি জানায়, এর আগেও তারা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow