তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ইন্দুরকানীতে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 3, 2025 - 19:24
 0  1
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ইন্দুরকানীতে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় পিরোজপুর জেলা বিআরডিবির উপপরিচালক মো. নাজমুল আনোয়ার উপস্থিত থেকে ইন্দুরকানী উপজেলা বিআরডিবির নিজস্ব জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

বিআরডিবির সদর কার্যালয়ের ২৯ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলা কার্যালয়ের নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা, গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপপরিচালক নাজমুল আনোয়ার।

পরে কয়েক শতাধিক ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির গাছ রোপণের পাশাপাশি উপস্থিত সুফলভোগীদের মাঝেও গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিঠুন মিস্ত্রী, জুনিয়র অফিসার (হিসাব) পার্থ কুমার রায়, বিআরডিবির বিভিন্ন প্রকল্পের কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং কয়েক শতাধিক সুফলভোগী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow