ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী আরেকটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?






