নোয়াখালীতে অপহরণের ২১ দিনেও সন্ধান মেলেনি দুই বোনের

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
May 17, 2025 - 17:38
 0  6
নোয়াখালীতে অপহরণের ২১ দিনেও সন্ধান মেলেনি দুই বোনের

নোয়াখালীর সদর উপজেলায় অপহরণের ২১ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি দুই স্কুলছাত্রী। ঘটনাটি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম। তিনি জানান, গতকাল শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে।

অপহৃত দুই বোন হলেন পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহরিম হারুন ফালাহ (১৫) ও খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাছনুবা হারুন তাহা (১২)।

ভুক্তভোগী মা ফরিদা আক্তার জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওন (২০) তার মেয়ে তাহরিমকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে শাওনের পরিবারের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।

তিনি অভিযোগ করেন, ২৬ এপ্রিল সন্ধ্যায় শাওন ও তার সহযোগীরা ঘরে ঢুকে তাহরিম ও তাছনুবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফখরুল ইসলাম বলেন, "অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এবং অপহৃতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।"

ভিকটিমদের বাবা হারুন অর রশিদ বলেন, "আমার বড় মেয়ে ফালাহ এসএসসি পরীক্ষার ৬টি বিষয় শেষ করেছে। কিন্তু অপহরণের পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। ২১ দিন পেরিয়ে গেলেও আমরা এখনো আমাদের মেয়েদের কোনো খোঁজ পাইনি।"

এই ঘটনার তদন্তে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও এখনো অপহৃত দুই বোনের কোনো সন্ধান মেলেনি। পরিবার ও স্বজনদের দাবি, দ্রুত তাদের উদ্ধার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow