১৭ বছরের অচলায়তন ভেঙে ভাঙ্গায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’

দীর্ঘ প্রায় দুই দশকের নিরবতা ভেঙে ফরিদপুরের ভাঙ্গা থানায় অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউজ ডে’। দীর্ঘ ১৭ বছর পর পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধন তৈরির এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ভাঙ্গা থানা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মন খুলে তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, "পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব ঘোচাতে এবং সরাসরি মানুষের সমস্যার কথা শুনতে এই আয়োজন।"
দীর্ঘদিন পর এমন একটি খোলামেলা আলোচনার সুযোগ পেয়ে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুব মোল্লা, জামায়াত নেতা মাওলানা ছরোয়ার হোসেন, সাংবাদিক, এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।
সাধারণ মানুষের বক্তব্য শোনার পর প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল বলেন, "পুলিশ জনগণের সেবক, আর জনগণের সেবক হয়েই পুলিশ কাজ করতে বদ্ধপরিকর।" তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সুধীজনেরা। এর জবাবে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, "মাদকের ব্যাপারে আমরা কারো সাথে কোন আপোষ করবো না। আমি যতদিন এই থানায় আছি আমার একটাই কথা, মাদকের ব্যাপারে কোন সুপারিশ নয়, মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করলাম।" তার এই ঘোষণাকে উপস্থিত জনতা করতালির মাধ্যমে স্বাগত জানান।
পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন যে, এই ‘ওপেন হাউজ ডে’ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হবে যা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?






