শ্রীপুরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সব্দালপুর ইউনিয়ন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 15, 2025 - 11:21
 0  3
শ্রীপুরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সব্দালপুর ইউনিয়ন

মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার আটটি ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু থেকেই ছিল উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাসে ভরপুর।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৪–৩ ব্যবধানে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়। উত্তেজনাপূর্ণ প্রতিটি শটেই দর্শকদের দম বন্ধ করে রাখা মুহূর্তে জয় নিশ্চিত করে সব্দালপুরের খেলোয়াড়রা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাখী ব্যানার্জী।

এসময় বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিন, প্রাণিসম্পদ অফিসার মামুন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদস্য মিয়া সমিরুল ইসলাম সমির এবং সাবেক ইউপি চেয়ারম্যান মশিহুল আজম প্রমুখ।

সুপরিকল্পিত আয়োজন, দর্শকদের উৎসাহ আর খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য এনে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow