তাসনিম জারা-তাজনূভাদের দলে নিতে চান আমজনতার তারেক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের গুঞ্জনে বড়সড় ভাঙন ধরেছে তারুণ্যনির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। দলের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন দুই প্রভাবশালী নেত্রী ডা. তাসনিম জারা ও ডা. তাজনূভা জাবীন। গুঞ্জন রয়েছে, পদত্যাগের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন নেতা। এমতাবস্থায় এনসিপি ছেড়ে আসা নেতাদের নিজেদের দলে ভেড়াতে আহ্বান জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
নির্বাচনি সমীকরণে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট বাঁধার খবরে দলটির অভ্যন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং রবিবার (২৮ ডিসেম্বর) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন দল থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের পর ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, ডা. তাজনূভা জাবীন জানিয়েছেন, তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না। এছাড়া জোট গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
এনসিপির এই অভ্যন্তরীণ সংকটময় মুহূর্তে পদত্যাগকারী নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছে আমজনতার দল। রবিবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টে দলটির সদস্যসচিব মো. তারেক রহমান এনসিপি ছেড়ে আসা নেতাদের স্বাগত জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।”
দলের স্বচ্ছতা ও নৈতিক অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে যুক্তি-তর্কের বিবাদ আছে, কিন্তু কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি নেই। দলের জন্য দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি, কিন্তু কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করিনি।”
যারা মুক্তিযুদ্ধের পক্ষের নীতিতে অটল থেকে পদত্যাগ করেছেন, তাদের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”
দলের অভ্যন্তরে তোলপাড় ও পদত্যাগের হিড়িক পড়লেও জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব। এ বিষয়ে দলটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ