২৮ কোটি টাকার চোরাচালান পণ্য ও বিপুল অস্ত্র উদ্ধার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 28, 2025 - 14:13
 0  7
২৮ কোটি টাকার চোরাচালান পণ্য ও বিপুল অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়নের কার্যক্রম ও সাফল্য নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী বছরে সীমান্তে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরের বিনোদন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে গত এক বছরের বিস্তারিত সাফল্য ও পরিসংখ্যান তুলে ধরেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটগুলো গত এক বছরে মোট ২৮ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮১৯ টাকার বিভিন্ন প্রকার পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৭৯ হাজার টাকা এবং অন্যান্য মালামালের মূল্য ২৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অপরাধে ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে—৮১৫ বোতল বিদেশি ও ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ১,২১৩ পিস ইয়াবা, ৪৪৪ কেজি গাঁজা এবং মদ তৈরির ৫২০টি ট্যাবলেট। এছাড়া চোরাচালান বিরোধী অভিযানে ৬৬৭টি গরু, ১৭টি মহিষ এবং ৩৭টি ছাগল জব্দ করা হয়।

বিজিবির অভিযানে অত্যাধুনিক ও দেশীয় অস্ত্র উদ্ধারেও বড় সাফল্য এসেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি (M4A1), মার্কিন ও ভারতীয় পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং পাঁচ শতাধিক দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া ও দা)।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা কেবল সীমান্ত রক্ষাই করি না, দুর্গম পাহাড়ী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় সবসময় পাশে থাকি।"

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে সীমান্তে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও সেমিনার করা হচ্ছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত আন নাঈম, ক্যাপ্টেন আশরাফুল ইসলাম (এএমসি) এবং সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow