জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা ৮টি রাজনৈতিক দল।
২৮ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে আয়োজিত এই জরুরি সংবাদ সম্মেলনে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ