আত্রাইয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 29, 2025 - 17:13
 0  3
আত্রাইয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ

উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কনকনে শীতের রাতে আহসানগঞ্জ স্টেশন চত্বরে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

‎​গভীর রাতে স্টেশনে মানবিক সহায়তা ​ রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও পথচারী মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম।

‎​প্রাথমিক পর্যায়ে ১০০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। হঠাৎ মাঝরাতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়। অনেকেই আবেগপ্লুত হয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
‎​
‎​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

‎​ইউএনও সমাজের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতায় হয়তো একটি প্রাণ উষ্ণতা পেতে পারে।
‎​
‎​শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow