নওগাঁ-০৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 29, 2025 - 19:20
 0  8
নওগাঁ-০৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বৈকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

‎​মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় মো. খবিরুল ইসলাম তার  ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আত্রাই ও রাণীনগরের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। দীর্ঘ দিন ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

‎​তিনি আরও যোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ​নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরে 'দাঁড়িপাল্লা' মার্কার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎​মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। ​​মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, শাহিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow