ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামলের মনোনয়নপত্র দাখিল

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 28, 2025 - 21:51
 0  2
ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামলের মনোনয়নপত্র দাখিল

‎ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

‎রবিবার ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

‎মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ইফরাদ হোসেন মাহবুব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সানিউজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম. মমিনুল হক, তারিকুল ইসলাম খান রুমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন,  ইমাম হোসেন,  জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক  ইয়াছিন মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকেরা অংশ নেন।

‎ ব্রাহ্মণবাড়িয়া - ৩ সদর-- বিজয়নগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এর নিকট মনোনয়ন জমাপত্র দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow