পদ্মাসেতু উত্তরে ৪৫ লাখ টাকার জাটকা জব্দ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 28, 2025 - 22:19
 0  2
পদ্মাসেতু উত্তরে ৪৫ লাখ টাকার জাটকা জব্দ

‎মুন্সীগঞ্জে প্রায় ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

‎কোস্ট গার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার একটি চৌকস দল পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

‎অভিযান শেষে ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

‎জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থ-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow