মাদক-জুয়ায় মত্ত আসরে যৌথবাহিনীর হানা: তছনছ সিন্ডিকেট
তাসের আড্ডায় তখন টানটান উত্তেজনা, সঙ্গে চলছে মাদকের অবাধ ব্যবহার। ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া জুয়াড়িরা ভেবেছিল, লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা তাদের এই অপরাধ সাম্রাজ্য ধরাছোঁয়ার বাইরেই থাকবে। কিন্তু রবিবার দুপুরে হঠাৎই সেখানে হানা দেয় যৌথবাহিনী, আর মুহূর্তেই তছনছ হয়ে যায় সব আয়োজন। ঘটনাস্থল থেকেই ১৬ জন জুয়াড়ি ও মাদক কারবারিকে আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায়। রবিবার (২৮ ডিসেম্বর) পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেয় ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং তাদের সার্বিক সহায়তা করে নগরকান্দা থানা পুলিশ।
অভিযানের সময় জুয়ার আসর থেকে হাতেনাতে আটকদের শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৪৪ হাজার ৪৯২ টাকা, ১৪ প্যাকেট তাস, ১৯টি মোবাইল ফোন (১০টি ফিচার ও ৯টি অ্যান্ড্রয়েড) এবং ৬টি গ্যাস লাইটার।
সেনা ও স্থানীয় সূত্রে জানা যায়, চরযশোরদী এলাকাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। এই চক্রটি স্থানীয় যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকা থেকে লোক এনে এখানে জুয়ার আসর বসাতো। নগরকান্দা আর্মি ক্যাম্পের কাছে এ বিষয়ে একাধিক অভিযোগ আসার পর গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ শেষে এই ঝটিকা অভিযানের পরিকল্পনা করা হয়।
আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে সেনা সূত্রে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণকে সঠিক তথ্য দিয়ে যৌথবাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ