মাদক সেবনের দায়ে আলফাডাঙ্গায় ৩ যুবকের কারাদণ্ড

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 7, 2025 - 16:00
 0  28
মাদক সেবনের দায়ে আলফাডাঙ্গায় ৩ যুবকের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির এক কঠোর উদাহরণ স্থাপন করলো ফরিদপুরের আলফাডাঙ্গা প্রশাসন। মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তিন যুবককে আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হলো কারাদণ্ড ও বড় অংকের জরিমানা। এই ঘটনাকে সমাজ থেকে মাদকের শেকড় উপড়ে ফেলার এক শক্তিশালী বার্তা হিসেবে দেখছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল নগরকান্দা গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), বাকাইল গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. জনি (২৮), এবং একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাসিবুল খান (৩৬)।

**অভিযান ও তাৎক্ষণিক বিচার**

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিন যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে, ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

**বিচারকের কড়া বার্তা: 'মাদক একটি ক্যান্সার, ছাড় দেওয়া হবে না'**

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান। রায় ঘোষণার পর তিনি মাদকের বিরুদ্ধে এক দৃঢ় বার্তা দেন। তিনি বলেন, “মাদক আমাদের সমাজের একটি ক্যান্সারের মতো, যা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আজকের এই রায় শুধুমাত্র একটি দণ্ড নয়, এটি সমাজ এবং পরিবারের প্রতি একটি কঠোর বার্তা। মাদক বিক্রেতা ও সেবনকারী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই আমাদের যুব সমাজ সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাক। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আজকের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত আলফাডাঙ্গা গড়ার বার্তা দিতে চাই। আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে, যতক্ষণ না এই এলাকা থেকে মাদকের অস্তিত্ব সম্পূর্ণভাবে নির্মূল হয়।”

ম্যাজিস্ট্রেটের এই দৃঢ় বক্তব্য স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এই ধরনের কঠোর ও ধারাবাহিক পদক্ষেপই পারে সমাজ থেকে মাদক নির্মূল করতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow