ফরিদপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 3, 2025 - 22:14
 0  4
ফরিদপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ফিলিস্তিনে মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মাহবুব রহমান। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, এবং সম্পাদক সংগঠক মুফতি ফরহাদ মিয়া। সভা পরিচালনা করেন যুব মজলিসের কোষাধক্ষ্য মোঃ আবুল হাসান।

বক্তারা ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দিনের পর দিন নিরস্ত্র ফিলিস্তিনি মানুষের উপর হামলা চালানো হচ্ছে, অথচ জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। বক্তারা জাতিসংঘের নীরবতা ও মুসলিম সম্প্রদায়ের উপর সহিংসতার বিষয়টি নিন্দা জানান।

সমাবেশে বক্তারা কুরআনের আইন দেশের মধ্যে কার্যকর করার দাবি জানান এবং ইসলামের বিরুদ্ধে যে কোনো অপশক্তি প্রতিহত করার আহ্বান জানান। এছাড়াও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

পরবর্তী পর্বে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow