বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (৩ সেপ্টেম্বর) দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জেলা-উপজেলা পর্যায়ে দিনব্যাপী এসব আয়োজন ছিল উৎসবমুখর।
নওগাঁয় রাণীনগর ও আত্রাই উপজেলায় পৃথক র্যালি ও আলোচনা সভা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও উপজেলা সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
দিনাজপুরের নবাবগঞ্জে ৭১ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”
বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। জেলা বিএনপির নেতা মাওসেতুং তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি ছিলেন।
মাদারীপুরের কালকিনিতে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “আমরা ভোটের অধিকার ফেরত চাই।” এ সময় কালকিনি ও ডাসার উপজেলার নেতাকর্মীরা সমবেত হন।
ঢাকার সাভারে কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবুর নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল, জনগণের জন্য কর্মসূচি অব্যাহত থাকবে।”
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপি র্যালি ও পথসভা করে। এতে জেলা বিএনপির নেতা আলহাজ্ব মমিন আলী ও আব্দুল কুদ্দুস ধীরণ বক্তব্য রাখেন।
পিরোজপুরের নাজিরপুর ও পৌরসভায় পৃথক কর্মসূচিতে বিএনপি কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু ও পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ বক্তব্য দেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান জানান।
মাগুরার মহম্মদপুরে র্যালি শেষে আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বক্তব্য দেন।
ফরিদপুরের আলফাডাঙ্গা ও ভাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম খান বাবুল এবং আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির গ্রুপের উদ্যোগে অনুষ্ঠান হয়।
দেশব্যাপী এসব আয়োজনে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নেন।
What's Your Reaction?
ডেস্ক রিপোর্টঃ