আলফাডাঙ্গায় উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট হেমায়েতকে ফুলেল শুভেচ্ছা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 2, 2025 - 12:32
 0  11
আলফাডাঙ্গায় উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট হেমায়েতকে ফুলেল শুভেচ্ছা

বর্ণিল সাজসজ্জা, স্লোগান আর হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংবর্ধিত হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের গরানিয়া মোড়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই গরানিয়া মোড় এলাকায় জড়ো হন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে হেমায়েত হোসেনকে বরণ করে নেন এবং উষ্ণ অভিনন্দনে সিক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠিত হয়েছে। অ্যাডভোকেট হেমায়েত একজন দক্ষ সংগঠক, তাঁর প্রতি আস্থা রেখেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “১৫ বছর ধরে যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আমির হোসেন। পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান খান ইয়ানুর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “বিগত দিনে যারা পকেট কমিটি করেছে, তারা দলের ক্ষতি করেছে। এখন তারা দিশেহারা। যারা ব্যক্তিকে বড় করে দেখেন, তারা বিএনপির আদর্শ ধারণ করেন না। তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদী রতন, সাধারণ সম্পাদক মো. হিমায়েত হোসেন মৃধা, পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাজাহান সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম সোহাগ, সদস্যসচিব মো. ওবায়দুর গাজী এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow