আখাউড়ায় সাবেক স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ দেবনাথ ইয়াবাসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ নারায়ণ দেবনাথ (৩৮) নামে এক সাবেক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার একটি চৌকস পুলিশ দল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে অংশ নেন এসআই আশিস সূত্রধর, এএসআই মো. ইকবাল হোসাইন এবং সঙ্গীয় ফোর্স। মোগড়া হাইস্কুলের পুকুরের দক্ষিণ পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আটক নারায়ণ দেবনাথ কুমিল্লা জেলার কতোয়ালী থানার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তিনি আখাউড়া পৌরসভার রাধানগর দাসপাড়া (খোরশেদ ডাক্তারের বাড়ির পাশে) বসবাস করছিলেন। জানা গেছে, তিনি একসময় আখাউড়া সড়ক বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






