ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সাগরের মৃত্যু

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 20, 2025 - 18:56
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সাগরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক সাগর মিয়া ওরফে রাজু- (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাগর মিয়া শহরের মুন্সেফপাড়ার আবু সাঈদের ছেলে।

এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায়  প্রতিপক্ষের লোকেরা তাকে গুলি করে আহত করে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

বুধবার মাগরিব নামাজের পর শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি বে-সরকারি ক্লিনিকের সামনে দাড়িয়ে সাগর মোবাইল ফোনে কারো সাথে কথা বলার সময় হঠাৎ মটর সাইকেলে ইমন দলবল নিয়ে সেখানে পৌঁছে সাগরের উপর হামলা করে। এক পর্যায়ে গুলি করলে সাগর গুলি বিদ্ধ হন। 

স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত  করেন, এ ঘটনায় গুলিবিদ্ধ সাগর মিয়ার বাবা আবু সাঈদ বাদী হয়ে বুধবার রাতে ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই মামলার ৮ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow