টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত এক অসহায় মানুষের বেঁচে থাকার আকুতি

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Dec 29, 2025 - 14:58
 0  2
টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত এক অসহায় মানুষের বেঁচে থাকার আকুতি

‎চরম অর্থসংকট ও চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন মোঃ আবদুল বাতেন।

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে, সাবেক এলাই চেয়ারম্যানের বাড়ির মোঃ শাহ আলম মিয়ার আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন এই অসহায় মানুষটি।

‎মোঃ আবদুল বাতেন এই গ্রামেরই জামাই। তাঁর নিজস্ব কোনো বসতভিটা নেই। প্রায় ৩০ বছর আগে জীবিকার তাগিদে নিজ এলাকা ছেড়ে শ্রীপুর গ্রামে এসে বসবাস শুরু করেন তিনি। শুরুতে স্ত্রীকে নিয়ে সুখে-দুঃখে কেটে যাচ্ছিল তাঁদের সংসার।

‎কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—হঠাৎ করেই একের পর এক জটিল রোগে আক্রান্ত হন তিনি। ফুসফুসে ঘা, শরীরে পানি জমা, ডায়াবেটিসসহ নানা কঠিন ব্যাধি তাঁকে ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে বাধ্য করেছে। বর্তমানে তিনি ঠিকমতো চলাফেরা করতেও অক্ষম। নিঃসন্তান এই মানুষটি আজ সম্পূর্ণ অসহায়।

‎তার স্ত্রী মোসাম্মৎ টুনু বেগম বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। কিন্তু সেই আয়ে স্বামীর ব্যয়বহুল চিকিৎসা করানো একেবারেই অসম্ভব।

‎সন্তান না থাকায় এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো আপনজনও নেই। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রতিদিন নতুন করে অসহায়ত্বের মুখোমুখি হচ্ছেন টুনু বেগম।

‎স্বামীকে বাঁচাতে শেষ আশ্রয় হিসেবে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন মোসাম্মৎ টুনু বেগম। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল হৃদয়বান মানুষের কাছে তিনি দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছেন।

‎আপনার সামান্য সহায়তাই হতে পারে একটি জীবন বাঁচানোর অবলম্বন। যাঁরা সহযোগিতা করতে ইচ্ছুক, তাঁরা সরাসরি নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

রোগীর বিকাশ (পার্সোনাল) নম্বর: 01834-608605
‎মানবতার এই সংকটময় মুহূর্তে আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow