সিরাজদিখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছ ৮টি দোকান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 28, 2025 - 13:34
 0  1
সিরাজদিখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছ ৮টি দোকান

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকানঘর আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


‎ঘটনাটি ঘটে রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায়। 

‎স্থানীয়রা জানান, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে।

‎আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow