ফরিদপুর পৌরসভা পরিচালিত ১২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত ১২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর পৌরসভা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম এবং বিশিষ্ট সাংবাদিক এস এম মনিরুজ্জামান ও পার্থ প্রতিম ভদ্র। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে শিশুরা তাদের ভবিষ্যৎ জীবনে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে। আজকের এই অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণ শিশুদের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে, যা তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। পাশাপাশি শিশুরা যাতে ভবিষ্যতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতার অংশ হিসেবে অনুষ্ঠানে বক্তারা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। গত এক বছরে যে সমস্ত শিশুর জন্ম নিবন্ধন করা হয়নি, তাদের অবিলম্বে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মেধার স্বীকৃতি হিসেবে মোট ৮০ জন কৃতি শিক্ষার্থী এবং পাঠদানে বিশেষ অবদানের জন্য ১২ জন শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ