ঢাকা-১৭ আসনে লড়ছেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাঁর পক্ষ থেকে এই আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্য দিয়ে দলের শীর্ষ নেতার নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
রবিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্রটি গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি জাতীয় রাজনীতিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ বা 'ভিআইপি' আসন হিসেবে বিবেচিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আসন থেকে নির্বাচন করবেন—এমন খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন পত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে জনমতের প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর। খুব শীঘ্রই যথাযথ প্রক্রিয়া মেনে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর তারেক রহমানের সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের এই সিদ্ধান্ত দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ