নওগাঁর আত্রাই থানার নতুন ওসি হিসেবে মো. মুনসুর রহমানের যোগদান

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মুনসুর রহমান। পূর্ববর্তী ওসি মো. মান্নানের বদলিজনিত কারণে শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। মো. মুনসুর রহমান এর আগে নওগাঁ জেলার মান্দা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের পর তিনি আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নবাগত ওসি মো. মুনসুর রহমান জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে তার প্রধান কাজ হিসেবে উল্লেখ করে বলেন, "আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত থানা হিসেবে গড়ে তোলা সম্ভব।" অপরাধ দমনে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুলিশ ও জনতার সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মো. মুনসুর রহমানের যোগদানে আত্রাই থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।
What's Your Reaction?






